HSC Admission Link

HSC Admission Link

Ho to apply and pay

নিচে দেওয়া ধাপ গুলো ফলো করে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন।

ধাপ-১ঃ আপনার এসএসসির রোল নম্বর দিয়ে সার্চ করুন।

ধাপ-২ঃ সার্চ করার পর আবেদন ফর্ম আসবে। সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। বিশেষ করে প্রতিষ্ঠানের নোটিশে দেওয়া তথ্যর মত করে চাহিত সকল তথ্য পূরন হবে এবং নোটিশে দেওয়া নির্দেশনা অনুযায়ী বিষয় নির্বাচন করতে হবে। এসএসসির পরীক্ষার সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। সকল তথ্য পূরন হয়ে যাওয়ার পর Apply For Admission বাটনে ক্লিক করুন।

ধাপ-৩ঃ I have read and accepted the consent এর পাশে চেক বক্সে টিক মার্ক করে Apply বাটনে ক্লিক করুন।

ধাপ-৪ঃ এই ধাপে আপনার আবেদন টি সাবমিট হয়েছে। এখন আপনার এপ্লিকেশন আইডিটি সংরক্ষণ করুন। এই পেইজে আপনার আবেদনে দেওয়া সকল তথ্য দেখাবে। পেমেন্ট করার পূর্বে আপনার সকল তথ্য সঠিক ভাবে যাচাই করে নিন। যদি কোন তথ্য ভূল হয় তাহলে Edit বাটনে ক্লিক করে আবেদন আপডেট করতে পারবে। মনে রাখতে হবে এক বার পেমেন্ট করে দিলে আবেদন আর এডিট করা যাবে না।

ধাপ-৫ঃ এডিট এর কাজ শেষ হলে Payment বাটনে ক্লিক করুন।

ধাপ-৬ঃ এখন আপনি পেমেন্ট গেটওয়েতে আছে। পেমেন্ট করার জন্য আপনার পছন্দের পেমেন্ট ম্যাথড টি সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট করার পর ভবিষ্যৎ প্রয়োজনে আপনার ট্রাঞ্জেকশন আইডি টি সংরক্ষণ করুন।

 

ধাপ-৭ঃ এই পেইজে আসার পর আপনার ফর্মের রিভিউ দেখতে পারবেন। যেখানে আপনার Payment Status এবং Assigned Roll ঠিক মত আসছে কিনা চেক করুন। Payment Status সাকসেস এবং Assigned Roll এ আপনার রোল নম্বর দেখাবে। যদি কোন একটা তথ্য না আসে। তাহলে পুনরায় ওই পেইজ টি রিলোড করুন।

 

ধাপ-৮ঃ Payment Status সাকসেস এবং Assigned Roll এ রোল দেখানোর পর পেমেন্ট স্লিপ বাটনে ক্লিক করে পেমেন্ট স্লিপ প্রিন্ট এবং এই পেইজের প্রিন্টে ক্লিক করে আবেদন ফর্ম প্রিন্ট করে নিন।

 

নোটঃ প্রিভিউ এবং পেমেন্ট অপশন থেকে যে কোন সময় আপনার আবেদন ফর্ম প্রিন্ট করা, এডিট করা (পেমেন্ট করার পূর্বে) এবং পেমেন্ট স্লিপ প্রিন্ট করা ইত্যাদি কাজ করতে পারবেন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest

Recent Notices