অফিস সহকারী
১৬ ডিসেম্বর প্যারেড
Click Here
Previous slide
Next slide

Notice Board

President Message

সভাপতি

মোঃ শাহানুর ইসলাম

শিক্ষা নগরী এবং সিল্ক সিটি নামে খ্যাত রাজশাহী মহানগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজটি অত্র এলাকার নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। অধ্যক্ষ সহ সকল শিক্ষক কর্মচারীর নিরলস প্রচেষ্ঠায় ইতোমধ্যে কলেজটির সুনাম সারা শহরে ছড়িয়ে পড়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহপাঠক্রমে অংশ গ্রহন একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। এই সকল ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সহ সকলের সমন্বিত প্রচেষ্ঠাকে আরো গতিশীল করতে হবে। এই জন্য এই প্রতিষ্ঠানের মর্যাদা ও সম্মানবৃদ্ধির লক্ষ্যে সকলের সুদৃষ্টি কামনা করছি। পরিশেষে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অত্র প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি।

 

সভাপতি

মোঃ শাহানুর ইসলাম
হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ

Principal Message

মোঃ এনামুল হক মন্ডল

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

পদ্মা নদীর অববাহিকায় হযরত শাহ মখদুম রুপোশ (রঃ) এর পূণ্যভূমি পরিচ্ছন্ন ও শান্তির শহর, সবুজ নগরী ও শিক্ষা নগরী রাজশাহী বিভাগীয় শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছে যে বিদ্যাপীঠ সেটি হচ্ছে বেসরকারী উদ্দ্যোগে প্রতিষ্ঠিত হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ, রাজশাহী। নারীরা শিক্ষা- দীক্ষায় পিছিয়ে থাকতে পারে না। শিক্ষা মানুষের মনকে আলোকিত করে এবং ন্যায়- অন্যায় বোধকে জাগ্রত করে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রণীত যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃষ্টিশীলতায় যথাযথ বিকাশ ঘটায়। পাঠ পরিকল্পনা ও একাডেমিক ক্যালেন্ডার শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। কারণ, প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শিক্ষার্থীদের অন্তরে প্রথিত না থাকলে সেই প্রতিষ্ঠানের প্রতি তাদের মমত্ববোধ ও শ্রদ্ধাবোধের ঘাটতি থেকেই যায়। এজন্য কলেজ থেকে পাঠ পরিকল্পনা ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের মতো গুরু দায়িত্ব কাঁধে নিয়েছে। কলেজের অভ্যন্তরীণ কোন পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে এবং তার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে। এভাবে পর্যায়ক্রমে তারা চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহনে সক্ষম হবে। এছাড়া শিক্ষক মন্ডলি ও সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ্। শৃঙ্খলাই জীবন। শৃঙ্খলা চর্চার কারণে মানব জীবন সুন্দরভাবে বিকশিত হয়। নিজেদের এবং আমাদের প্রিয় মাতৃভূমি বিনির্মানে আমরা বদ্ধ পরিকর। সোনালী স্বপ্ন এবং অপার সম্ভাবনার প্রেক্ষাপটে এগিয়ে যাওয়ার এমন অভিযাত্রায় নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাই নারী শিক্ষায় আগ্রণী ভূমিকা রাখাই এ কলেজের লক্ষ্য।

যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এ প্রকাশনায় সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই

আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা

 

মোঃ এনামুল হক মন্ডল

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ

লক্ষ্মীপুর ভাটাপাড়া, রাজশাহী-৬০০০

Education Corner

Important Link

Our College History

প্রতীক উদীয়মান সূর্য, যা নারী জাগরণের অর্থ বহন করে। নারীরা শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাচ্ছে। ব্যাক গ্রাউন্ড সোনালী রং শিক্ষার্থীদের সোনালী ভবিষ্যতের প্রতীক। প্রতীকে কলেজের নাম ও স্থাপিত হবার সন দেওয়া আছে। সনের উপর জ্ঞানের প্রতীক উন্মুক্ত বই। বইয়ের মধ্যে আকাশী, লাল, সবুজ ও কমলা রং যা সত্য সুন্দর, বিশ্বজনীনতা ও পবিত্রতার প্রতীক। একটি ফিতার বন্ধন বন্ধুত্ব ও সহনশীলতার প্রতীক।

Follow us on Facebook

College Event

Days
Hours
Minutes
Seconds

আমাদের সম্পর্কে মতামত

Read More
Previous
Next