পদ্মা নদীর অববাহিকায় হযরত শাহ মখদুম রুপোশ (রঃ) এর পূণ্যভূমি পরিচ্ছন্ন ও শান্তির শহর, সবুজ নগরী ও শিক্ষা নগরী রাজশাহী বিভাগীয় শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছে যে বিদ্যাপীঠ সেটি হচ্ছে বেসরকারী উদ্দ্যোগে প্রতিষ্ঠিত হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ, রাজশাহী। নারীরা শিক্ষা- দীক্ষায় পিছিয়ে থাকতে পারে না। শিক্ষা মানুষের মনকে আলোকিত করে এবং ন্যায়- অন্যায় বোধকে জাগ্রত করে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রণীত যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃষ্টিশীলতায় যথাযথ বিকাশ ঘটায়। পাঠ পরিকল্পনা ও একাডেমিক ক্যালেন্ডার শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। কারণ, প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শিক্ষার্থীদের অন্তরে প্রথিত না থাকলে সেই প্রতিষ্ঠানের প্রতি তাদের মমত্ববোধ ও শ্রদ্ধাবোধের ঘাটতি থেকেই যায়। এজন্য কলেজ থেকে পাঠ পরিকল্পনা ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের মতো গুরু দায়িত্ব কাঁধে নিয়েছে। কলেজের অভ্যন্তরীণ কোন পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে এবং তার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে। এভাবে পর্যায়ক্রমে তারা চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহনে সক্ষম হবে। এছাড়া শিক্ষক মন্ডলি ও সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ্। শৃঙ্খলাই জীবন। শৃঙ্খলা চর্চার কারণে মানব জীবন সুন্দরভাবে বিকশিত হয়। নিজেদের এবং আমাদের প্রিয় মাতৃভূমি বিনির্মানে আমরা বদ্ধ পরিকর। সোনালী স্বপ্ন এবং অপার সম্ভাবনার প্রেক্ষাপটে এগিয়ে যাওয়ার এমন অভিযাত্রায় নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাই নারী শিক্ষায় আগ্রণী ভূমিকা রাখাই এ কলেজের লক্ষ্য।
এ কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রীদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।